ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

জয়পুরহাটের ৪টি কেন্দ্রে ভোটগ্রহণে সাময়িক বিঘ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জয়পুরহাটের ৪টি কেন্দ্রে ভোটগ্রহণে সাময়িক বিঘ্ন

জয়পুরহাট: জয়পুরহাট পৌরসভার ৪টি ভোট কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিটি কেন্দ্রে এক ঘণ্টা করে ভোটগ্রহণ বন্ধ থাকে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এসব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখেন প্রিজাইডিং অফিসাররা।

বন্ধ থাকা কেন্দ্রগুলো হলো- জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজ, সরকারি মহিলা কলেজ, তালিমুল ইসলাম একাডেমি ও কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তাদের হস্তক্ষেপে ভোটগ্রহণ ফের শুরু করা হয়।

জয়পুরহাট সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মাকসুদুল করিম জানান, দুপুর আড়াইটার দিকে কেন্দ্রের বাহিরে পরপর দুই-তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ভোটাররা বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকেন। আর এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, পৃথক এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অপরদিকে, ভোট দিতে বাধা ও ভোট কেন্দ্র দখলের অভিযোগে কালাই পৌরসভায় জাপা প্রার্থী প্রভাষক আমিনুল ইসলাম বুধবার বিকেল ৩টায় ভোট বর্জনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আইএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।