ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

লক্ষ্মীপুরের ৩ পৌরসভায় আ.লীগের প্রার্থীরা বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
লক্ষ্মীপুরের ৩ পৌরসভায় আ.লীগের প্রার্থীরা বিজয়ী ছবি: আবুল খায়ের পাটওয়ারী, রায়পুরে ইসমাইল খোকন ও রামগতিতে মেজবাহ উদ্দিন মেজু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে তিনটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে রামগঞ্জ পৌরসভায় আবুল খায়ের পাটওয়ারী, রায়পুরে ইসমাইল খোকন ও রামগতিতে মেজবাহ উদ্দিন মেজুকে বিজয়ী হয়েছেন।



রামগঞ্জ পৌরসভা: আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের পাটওয়ারী পেয়েছেন ১৯ হাজার ৬৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রোমান পাটওয়ারী পেয়েছেন ২ হাজার ২০৯ ভোট।

রামগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুর পৌরসভা: ইসমাইল খোকন পেয়েছেন ১৩ হাজার ৮৪৬ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এবিএম জিলানী পেয়েছেন ৬০৯ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রায়পুরের রিটার্নিং অফিসার সোহেল সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রামগতি পৌরসভা: মেজবাহ উদ্দিন মেজু পেয়েছেন ৯ হাজার ৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আজাদ উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৬১১ ভোট এবং বিএনপির শাহেদ আলী পটু পেয়েছেন ৯৯১ ভোট।

রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির মাহমুদ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।