ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

বীরগঞ্জে সংঘর্ষ, এক কেন্দ্রের ফলাফল স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বীরগঞ্জে সংঘর্ষ, এক কেন্দ্রের ফলাফল স্থগিত

দিনাজপুর(বীরগঞ্জ): দিনাজপুর বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে ভোট গণনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



স্থানীয়রা জানায়, ভোট গণনা শেষে করে প্রিজাইডিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলম হোসেন ব্যালট বাক্স নিয়ে আসার সময় ইটপাটকেল ছোড়া হয়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। তবে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসইউজে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।