ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

সৈয়দপুরে ৪ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সৈয়দপুরে ৪ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় স্থগিত হওয়া চার কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোটাররা।

 
 
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে চার কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি  ৩২ সদস্যের বিজিবি দল ও  ২০ সদস্যের র‌্যাবের একটি দল মোতায়েন রয়েছে।
 
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সৈয়দপুর পৌরসভার ৩২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে চার কেন্দ্রে ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টাসহ গোলযোগ সৃষ্টি হয়। এ ঘটনায় এ চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
 
কেন্দ্রগুলো হলো- নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম উচ্চ বিদ্যালয় ও গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এ চার কেন্দ্রে ভোটার সংখ্যা ১০ হাজার ৪১৮।
 
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।