ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

যশোরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
যশোরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

ঢাকা: যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ ইকবাল হোসেন (২৮) মারা গেছেন।

শনিবার (০২ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ২৯ মার্চ গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ইকবাল যশোর সদরের টেকহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী মৌসুমী বাংলানিউজকে জানান, গত ২৮ মার্চ রাতে যশোরের টেকহাটি গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইকবাল একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন।   প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এজেডএস/আরএইচএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।