ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ইউপি নির্বাচন: হাজীগঞ্জ-ফরিদগঞ্জে বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
ইউপি নির্বাচন: হাজীগঞ্জ-ফরিদগঞ্জে বিজিবি মোতায়েন

চাঁদপুর: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় ৯ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসব সদস্যরা দায়িত্ব পালন শুরু করে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আব্দুল্লাহ মো. মঞ্জুরুল করিম বাংলানিউজকে জানান, শনিবার (২৩ এপ্রিল) ২৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন হাজীগঞ্জ উপজেলায় চার প্লাটুর্ন বিজিবি ও তিন প্লাটুন র্যাব এবং ফরিদগঞ্জ উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি ও তিন প্লার্টুন র্যাব নির্বাচনী দায়িত্ব পালন করবে।

তারা বৃহস্পতিবার থেকেই দুই উপজেলায় টহলে দেবে, জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এসআরএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।