ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

বগুড়ায় সদস্য পদে আ.লীগের ১১, বিদ্রোহী ৬ প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বগুড়ায় সদস্য পদে আ.লীগের ১১, বিদ্রোহী ৬ প্রার্থী জয়ী জেলা পরিষদ নির্বাচন

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ১২টি ওয়ার্ডে সাধারণ সদস্য ও ৫টি ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বগুড়া: বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ১২টি ওয়ার্ডে সাধারণ সদস্য ও ৫টি ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

তবে উচ্চতর আদালতের নির্দেশনা মেনে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় চেয়ারম্যানসহ তিনটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

এ কারণে সাধারণ সদস্য পদে মোট ১৫টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী সংরক্ষিতসহ ১৭টি ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১১জন ও বিদ্রোহী ছয়জন প্রার্থী জয়ী হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন বাংলানিউজকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত সুলতান মাহমুদ খান (টিউবয়েল), ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মাফুজুল ইসলাম রাজ (টিউবয়েল), ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত একেএম আছাদুর রহমান দুলু (তালা), ৪ নম্বর ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজার রহমান (হাতি), ৫ নম্বর ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী এএফএম ফজলুল হক (ক্রিকেট ব্যাট), ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম মন্টু (টিউবয়েল), ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত আনছার আলী (টিউবয়েল), ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মিনহাদুজ্জামান লীটন (টিউবয়েল), ১০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মারুফ রহমান মনজু (হাতি), ১১ নম্বর ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী আব্দুল করিম (অটোরিকশা), ১৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত এসএম রুহুল মোমিন (টিউবয়েল) ও ১৫ নম্বর ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী এসএম জাহিদুর বারী (টিউবয়েল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সংরক্ষিত সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মোছা. মাহফুজা খানম (হরিণ), ২ নম্বর ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী মোছা. নাজনীল নাহার (হরিণ), ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত সাহাদারা মান্নান (ফুটবল), ৪ নম্বর ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী মোছা. ছামছুন্নাহার আকতার বানু (হরিণ) ও ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মোছা. মনজু আরা বেগম (দোয়াত কলম) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এমবিএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।