সোমবার (২২ মে) ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৫৭টি ইউনিয়ন পরিষদ, ১১টি জেলা পরিষদ এবং একটি পৌরসভার সাধারণ/বিভিন্ন পদে উপ-নির্বাচন/পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে।
৫৭টি ইউপির মধ্যে ২৩টিতে সাধারণ নির্বাচন এবং সাতটিতে আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় বন্ধ ঘোষিত বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৮টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে। এর মধ্যে মেহেন্দীগঞ্জের চানপুর এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন রয়েছে। একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমভোট প্রাপ্ত একটি পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে ১২টি জেলা পরিষদে ইতোপূর্বে অনুষ্ঠিত নির্বাচনের সময় স্থগিত ৫টি সংরক্ষিত ওয়ার্ডের এবং ২০টি সাধারণ ওয়ার্ডের ও একটি ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার।
এছাড়া জয়পুরহাট জেলার ক্ষেতলাল পৌরসভার সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে এদিন বলেও জানান এস এম আসাদুজ্জামান।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মে ২২, ২০১৭
ইইউডি/জিপি/এমজেএফ