ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ধামরাই পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
ধামরাই পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে অনিয়মের অভিযোগ এনে পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু।
 
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাড়িতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

নাজিম উদ্দিন মঞ্জু বলেন, একটা কেন্দ্রতেও এজেন্ট থাকতে দেয়নি। নারী ও পুরুষ এজেন্টদের হুমকি এবং ধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ২১ কেন্দ্রের ভেতর ১০টি কেন্দ্রে ইভিএমে আমার প্রতীক দেখা যায়নি। আমি তো আমার নিজের ভোটটিও দিতে পারিনি। আমি গেলে তো অনেক লোকজন যাবে। সংঘর্ষের সৃষ্টি হবে পরে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, এটা কিসের নির্বাচন? আবার পুনঃনির্বাচন দেওয়া হোক। এ নির্বাচন আমি মানি না। আমি ওসিকে ৫০ বার ফোন দিয়েছি তিনি ফোন ধরেননি। আমি ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি পাইনি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।