ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

জামালপুরে আরও চার নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
জামালপুরে আরও চার নেতা বহিষ্কার

জামালপুর: ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের চারজন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ। ৮ নভেম্বর এ সংক্রান্ত এক প্রেসবিজ্ঞপ্তি দেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ।

বহিষ্কারকৃতরা হলেন- সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান খোকা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ, সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিউদ-দৌলা চিশ্তী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।