ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সমাজকল্যাণমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সমাজকল্যাণমন্ত্রী লাইনে দাঁড়িয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

লালমনিরহাট: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

রোববার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের করিমপুর নেছারীয়া মাদরাসা কেন্দ্রে তিনি তার ভোটধিকার প্রয়োগ করেন।

জানা গেছে, তৃতীয় ধাপে লালমনিরহাটের সদর ও কালীগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে নিজ বাড়িতে আসেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার নিজ ইউনিয়ন তুষভান্ডারের করিমপুর নেছারীয়া মাদরাসা ভোট কেন্দ্রে ভোট দিতে দুপুর ২টায় কেন্দ্রে পৌঁছান তিনি। ভোটের রীতি মেনে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করে কেন্দ্র ত্যাগ করেন মন্ত্রী।

মন্ত্রীর নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ। মোটরসাইকেল প্রতীকে নৌকার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাইয়ের স্ত্রী সদ্য বহিষ্কৃত উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাজেদা বেগম। সাজেদা বেগম কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদের স্ত্রী। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্ত্রীর নিজ পরিবারে নৌকার বিদ্রোহী প্রার্থী থাকায় জেলাবাসীর নজর এখন তুষভান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে। তাই এই ইউপি নির্বাচনকে ঘিরে বেশ আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। তবে নির্বাচনকালিন নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করলেও নির্বাচনী আচরণ বিধি মেনে সমাজকল্যাণমন্ত্রী নিজ বাড়িতেই অবস্থান করছেন। নির্বাচনী কোনো সমাবেশে তিনি অংশ নেননি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।