ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

দেবহাটায় চারটিতে নৌকার হার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
দেবহাটায় চারটিতে নৌকার হার

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে মাত্র একটিতে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থী এবং বাকি চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতারা নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে নওয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী, কুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুল হক, সখিপুর ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়নে বিএনপি নেতা গোলাম ফারুক বাবু ও দেবহাটা সদর ইউনিয়নে বিএনপি নেতা আব্দুল মতিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়।

দেবহাটা উপজেলা সাতক্ষীরার সবচেয়ে ছোট উপজেলা। এ উপজেলায় ইউনিয়ন পরিষদ মাত্র ৫টি।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।