ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

সুন্দরগঞ্জ-পলাশবাড়ীর ১৯ ইউপির ১৫টিতে আ.লীগের হার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
সুন্দরগঞ্জ-পলাশবাড়ীর ১৯ ইউপির ১৫টিতে আ.লীগের হার

গাইবান্ধা: তৃতীয় ধাপে গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার (২৮ নভেম্বর)। ১৫টি ইউপিতে হেরে গেছে আওয়ামী লীগের প্রার্থী।

নির্বাচনে পলাশবাড়ীর ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন পবনাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান মণ্ডল, মনোহরপুরে আওয়ামী লীগের আবদুল ওহাব, হোসেনপুরে জাতীয় পার্টির তৌহিদুল আমিন মণ্ডল, মহদীপুরে আওয়ামী লীগের তৌহিদুল ইসলাম, হরিনাথপুরে স্বতন্ত্র প্রার্থী কবির হোসেন জাহাঙ্গীর এবং বেতকাপায় জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান।

রোববার রাতে পলাশবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীনুর আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।    

অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের যারা নির্বাচিত হলেন- বামনডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার, বেলকায় স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম খলিলুল্যাহ, ছাপরহাটিতে আওয়ামী লীগের কনক কুমার গোস্বামী, দহবন্দে আওয়ামী লীগের রেজাউল আলম সরকার, ধোপাডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী মোকলেছুর রহমান মণ্ডল, কঞ্চিবাড়িতে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার আলম সরকার, কাপাসিয়ায় স্বতন্ত্র প্রার্থী মনজু মিয়া, রামজীবনে স্বতন্ত্র প্রার্থী শামসুল হুদা সরকার, শান্তিরামে স্বতন্ত্র প্রার্থী এবিএম মিজানুর রহমান, সর্বানন্দে স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম, সোনারায়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ বদিরুল আহসান, শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী আজাহারুল ইসলাম এবং তারাপুরে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম।  

রোববার রাতে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেকেন্দার আলী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।    

 বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।