ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

জলঢাকায় ১১ ইউপিতে নির্বাচিত চেয়ারম্যান যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
জলঢাকায় ১১ ইউপিতে নির্বাচিত চেয়ারম্যান যারা

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বচন শেষ হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

এতে কৈমারী ইউনিয়নে ছাদেকুল সিদ্দিক (আনারস) বিদ্রোহী স্বতন্ত্র, শৌলমারী ইউনিয়নে নুরুজ্জামান (লাঙ্গল) , ডাউয়াবাড়ি ইউনিয়নে সাইফুল ইসলাম মুকুল (নৌকা), বালাগ্রাম ইউনিয়নে আহম্মেদ হোসেন ভেন্ডার (নৌকা) , গোলমুন্ডা ইউনিয়নেমিজানুর রহমান (মোটরসাইকেল) স্বতন্ত্র, গোলনা ইউনিয়নে মশিয়ার রহমান (নৌকা), থর্মপাল ইউনিয়নে।

এছাড়া আবু তাহের(নৌকা), মীরগঞ্জ ইউনিয়নে গোলাম মোস্তফা মানিক (মোটরসাইকেল) স্বতন্ত্র, শিমুলবাড়ি ইউনিয়নে হামিদুল হক(নৌকা), কাঁঠালি ইউনিয়নে সোহরাব হোসেন তুহিন (নৌকা) ও খুটামারা ইউনিয়নে রকিবুল ইসলাম (চশমা) স্বতন্ত্র বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা এ ফলাফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২১হাজার ৫৪০জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৬৪৭ জন ও মহিলা ভোটার এক লাখ ৮ হাজার ৮৯৩ জন। ১০৬টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।