নোয়াখালী: নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
৩৪টি কেন্দ্রের মধ্যে সবগুলোকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, এই পৌরসভার মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। এর মধ্যে ৩৭ হাজার ৪০১ পুরুষ এবং ৩৮ হাজার ৩২৫ জন নারী ভোটার।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র্যাব, পুলিশের ৪টি মোবাইল টিম, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।
নির্বাচনে মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৭৫ হাজার ৭২৬ জন।
বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
আরএ