ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনয়েই নয়, ব্যবসায়েও তারা সুপারস্টার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
অভিনয়েই নয়, ব্যবসায়েও তারা সুপারস্টার থালাপতি বিজয়, রানা দাগগুবাতি, রাম চরণ, আল্লু অর্জুন ও মহেশ বাবু

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতারা শুধু অভিনয় করেন না, পাশাপাশি ব্যবসায়েও রয়েছে তাদের পদচারণা। অভিনয়ের মতোই সেখানেও তারা সুপারস্টার।

অভিনয় দুনিয়া থেকে মোটা অঙ্কের টাকা তো আসেই, অন্যান্য ব্যবসাতেও ফুলেফেঁপে রয়েছেন তারা।  

থালাপতি বিজয়, রামচরণ, আল্লু অর্জুন এবং রানা দাগগুবাতির মতো তারকাদের অভিনয়ের বাইরে সেই ব্যবসার খবর তুলে ধরা হলো: 

জানা যায়, বিয়েবাড়ি এবং কনফারেন্স রুম ভাড়া দেন অভিনেতা থালাপতি বিজয়। তামিলনাড়ুতে ভারতের রয়েছে তার বিপুল ব্যবসা।

অভিনেতা রানা দাগগুবাতি ‘কওয়ান’ নামের এক ব্যবস্থাপক সংস্থার প্রধান। পাশাপাশি, প্রযোজনা সংস্থা, গানের স্টুডিও রয়েছে তার। ‘অমর চিত্রকথা’ নামের এক জনপ্রিয় কমিক বইয়ের ফ্র্যাঞ্চাইজিও রয়েছে তার। এছাড়া সামনে প্রযুক্তির ব্যবসাও শুরু করতে চলেছেন এই অভিনেতা।

‘আর আর আর’ অভিনেতা রাম চরণ বিমান সংস্থা ‘ট্রু জেট’র মালিক। তার রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থাও। শুধু তা-ই নয়, রামচরণের স্ত্রীও বিপুল সম্পত্তির অধিকারী। বেসরকারি হাসপাতালের মালিকানা রয়েছে তার। সেই সঙ্গে হায়দরাবাদে পোলো এবং রাইডিং ক্লাবের মালিক তারা।

গুছিয়ে ব্যবসা করছেন ‘পুষ্পা’খ্যাত আল্লু অর্জুনও। হায়দরাবাদে ‘বাফেলো উইংস’র ফ্র্যাঞ্চাইজির স্বত্ব রয়েছে তার। পাশাপাশি নিজস্ব প্রেক্ষাগৃহও তৈরি করাচ্ছেন এই অভিনেতা। জানা যায়, ২০২৩ সালেই প্রেক্ষাগৃহটি চালু হবে।  

ভারতীয় দক্ষিণী অভিনেতাদের মধ্যে রয়েছেন মহেশ বাবু। শিগগিরই তারও নিজস্ব প্রেক্ষাগৃহ চালু হতে চলেছে। তিনি আর তার স্ত্রী নম্রতা এক রেস্তরাঁর মালিক। তাদের রোস্তরাঁর নাম ‘মিনার্ভা কফি শপ’।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।