ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

‘পাঠান’র টিকিট নিয়ে হাহাকার, বিক্রি ২২০০ রুপিতে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
‘পাঠান’র টিকিট নিয়ে হাহাকার, বিক্রি ২২০০ রুপিতে! শাহরুখ খান

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’। বলিউড বাদশার বড় পর্দায় প্রত্যাবর্তন ঘিরে ভারতজুড়ে উদ্দীপনা তুঙ্গে।

জানা গেছে, ভারতের রাজধানী দিল্লিতে ২,২০০ রুপিতে বিক্রি হচ্ছে ‘পাঠান’  সিনেমার টিকিট। এত দামেও টিকিট পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় শাহরুখ খানের ভক্তরা।

যশ রাজ ফিল্ম প্রযোজিত ‘পাঠান’-এ নাম ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। এর মাধ্যমে প্রায় পাঁচ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। স্বভাবতই, অনুরাগীদের ‘পাঠান’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার টিকিটের অগ্রিম বুকিং।  

টিকিটের দাম যাই-ই হোক, বাদশা ভক্তদের মধ্যে তুঙ্গে টিকিটের চাহিদা। দিল্লিতে এক প্রেক্ষাগৃহে ২,২০০ রুপিতে বিক্রি হচ্ছে ‘পাঠান’র টিকিট। এত দামি টিকিট হওয়া সত্ত্বেও অগ্রিম বুকিংয়েই প্রায় হাউসফুল বেশির ভাগ প্রেক্ষাগৃহ। সিনেমা মুক্তির দিনে যে বক্স অফিসে বড় অঙ্কের ব্যবসা করতে চলেছে ‘পাঠান’, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

শুধু দিল্লিতেই নয়, মুম্বাই ও কলকাতাতেও বিপুল অঙ্কে বিক্রি হচ্ছে ‘পাঠান’র টিকিট। মুম্বাইয়ে টিকিটের সর্বোচ্চ দাম ১৫০০ রুপি ছুঁইছুঁই। সেই দামের টিকিটেও সিনেমা মুক্তির প্রথম দিনে হাউসফুল প্রেক্ষাগৃহ।  

কলকাতায় তুলনামূলকভাবে টিকিটের দাম কম, তবে টিকিটের চাহিদা আকাশছোঁয়া। ৬৫০ রুপি মূল্যের টিকিটে বেশির ভাগ প্রেক্ষাগৃহই প্রায় কানায় কানায় ভর্তি।

গত ১০ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ সিনেমার ট্রেলার। এতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। সিনেমার পরিচালনায় ‘ওয়ার’, ‘ব্যাং ব্যাং’র পরিচালক সিদ্ধার্থ আনন্দ।  

বলিউডের বাদশার মোহ এমনই যে বিশ্বের সর্বোচ্চ বহুতল, দুবাইয়ের বুর্জ খলিফায় ১৪ জানুয়ারি প্রদর্শিত হয় ‘পাঠান’র ট্রেলার। অনুরাগীদের সঙ্গে সেলফি তোলেন শাহরুখ। ‘ঝুমে জো পাঠান’ গানের তালে পা মেলাতেও দেখা যায় বাদশাকে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।