ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আবারো উপস্থাপনায় আফসানা মিমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
আবারো উপস্থাপনায় আফসানা মিমি আফসানা মিমি

শোবিজ অঙ্গনে অনেকটাই অনিয়মিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। কালেভদ্রে উপস্থাপনা করতে দেখা যায় তাকে।

তাও আবার বিশেষ দিবসের কোনো অনুষ্ঠানে। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর আবারো উপস্থাপনায় ফিরছেন এই অভিনেত্রী।

নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রীর উপস্থাপনা ও পরিচালনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘জয়জয়ন্তী’। তরুণদের নানান ভাবনা নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এর প্রথম পর্বে রয়েছে বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা।  

এতে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরে তারা কেমন বাংলাদেশ চায়? বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তরুণদের সম্পৃক্ততা বিভিন্ন বিষয়ে কথা বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীদের নানান প্রশ্নের জবাবও দেন আফসানা মিমি। নজরুল সৈয়দের গ্রন্থনায় আফসানা মিমির উপস্থাপনায় ‘জয়জয়ন্ততী’ অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে শুক্রবার (২৭ জানুয়ারি)।  

এ বিষয়ে আরো জানা গেছে, শুক্রবারের পর থেকে অনুষ্ঠানটি প্রতি মাসের শেষ শুক্রবার চ্যানেল আইতে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।