ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আবদুল আজিজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আবদুল আজিজ আবদুল আজিজ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা-নির্মাতা আবদুল আজিজ। বিষয়টি জানিয়েছেন তার মেয়ে প্রমা আজিজ।

এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে গেল শনিবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা।

প্রমা জানান, হার্টে একটা রিং পরানো হয়েছে। এটি ৯৫ ভাগ ব্লক ছিল। অন্য ব্লকগুলো ওষুধে নিয়ন্ত্রণ করা যাবে।

জানা গেছে, গেল শনিবার শিল্পকলা একাডেমি চত্বরে রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল আজিজ। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বেতার নাটক দিয়ে আবদুল আজিজের মিডিয়ায় পথচলা শুরু হয়। ১৯৬৪ সালে তিনি বেতার নাটকে নায়কের চরিত্রে অভিনয় করতেন।

দীর্ঘ ৬ দশকের ক্যারিয়ারে তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। বেতার নাটকের সংখ্যা হাজার ছাড়িয়ে। বর্তমানে নাটক, সিনেমায় তাকে নিয়মিত দেখা না গেলেও নিয়মিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে দেখা যায়।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।