ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

গান না গাওয়ায় গায়ককে পাথর ছুড়ল জনতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
গান না গাওয়ায় গায়ককে পাথর ছুড়ল জনতা ভারতের জনপ্রিয় ভোজপুরি অভিনেতা ও গায়ক পবন সিং

মঞ্চে পারফর্ম করে দর্শকদের মন ভোলানোয় ব্যস্ত ছিলেন গায়ক। কিন্তু দর্শকদের একটি অংশ তাতে খুশি হচ্ছিলেন না।

চাপ দিচ্ছিলেন নির্দিষ্ট একটি গান গাইতে। কিন্তু গায়ক জানিয়ে দিলেন, সেই গান তিনি গাইবেন না।

এক পর্যায়ে ক্ষেপে গেলেন দর্শকরা। ওই গায়ককে পাথর ছোড়া শুরু করল উত্তেজিত জনতা।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলার একটি অনুষ্ঠানে। আর দর্শকদের এমন আক্রমণের শিকার জনপ্রিয় ভোজপুরি অভিনেতা ও গায়ক পবন সিং।  

ওই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, মঙ্গে পবন সিংয়ের গানের সঙ্গে নাচছে সহশিল্পীরা। এ সময় পবন সিংকে উদ্দেশ্য করে একজন পাথর ছুড়ে মারেন। আর তা অভিনেতার ডান কানে লাগছে।  

শিল্পীর ওপর এমন আক্রমণের ঘটনা দেখে চমকে উঠেছেন নেটিজেনরা! 

 

पवन सिंह के लाइव शो में चला पत्थर#pawansingh #pawansinghbaliashow pic.twitter.com/TQSj6cO6bx

— Ravi Kant Mishra (@ravimishravats) March 7, 2023

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টিভি জানিয়েছে, একটি প্রাইভেট শোতে অংশ নিয়েছিলেন দুই ভোজপুরি তারকা পবন সিং এবং রাজ। তাদের গান ও অভিনয় দেখতে অনুষ্ঠানে উপচেপড়া ভিড় জমে।  

অনুষ্ঠানের এক পর্যায়ে পবন সিংকে ওই নির্দিষ্ট গান গাওয়ার অনুরোধ জানায় দর্শকরা। কিন্তু সেই গান গাইতে রাজি হননি পবন। এ গায়কের যুক্তি, গানটি নির্দিষ্ট এক জাতির জন্য তৈরি।  

কিন্তু দর্শকরা পবনের যুক্তির ধার ধারেনি। এক পর্যায়ে পবন উদ্দেশ্য করে পাথর ছুড়তে থাকে দর্শকরা।

দর্শকদের প্রথমে শান্ত করতে আপ্রাণ চেষ্টা করে উপস্থিত উত্তর প্রদেশ পুলিশের সদস্যরা। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে লাঠিচার্জ শুরু করেন তারা। উত্তেজিত দর্শকদের পিটিয়ে সামাল দেন তারা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।