ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

অস্কারে সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
অস্কারে সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির একটি দৃশ্য

সিনেমার সবচেয়ে জমকালো আসর একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৫তম আসরের সেরা ছবি হিসেবে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-এর নাম ঘোষণা করা হয়েছে। ৯৫তম অস্কার আসরে সর্বোচ্চ ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল সিনেমাটি।

সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়।

সিনেমাটি পরিচালনা করেছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘দ্য বানশিজ অব ইনশেরিন’, ‘এলভিস’, ‘দ্য ফ্যাবেলম্যানস’, ‘টার’, ‘টপ গান: ম্যাভেরিক’, ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’, ‘ওমেন টকিং’- এর মতো সিনেমাকে পেছনে ফেলেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’।

সেরা সিনেমা ছাড়াও ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’–এর পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। সিনেমার প্রধান অভিনেত্রী মিশেল ইয়ো পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

এবারের আসরে মোট ৭ শাখায় পুরস্কার পেয়েছে সিনেমাটি।

সিনেমার সবচেয়ে বড় এ আসরে ২৩টি শাখায় পুরস্কার ঘোষণা করা হবে। জিমি কিমেল অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।