ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ইত্যাদি’তে সাবিনার সঙ্গে নারী ফুটবল ও ক্রিকেট দল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
‘ইত্যাদি’তে সাবিনার সঙ্গে নারী ফুটবল ও ক্রিকেট দল

আসছে ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ইত্যাদির বিশেষ পর্ব থাকছে দেশাত্মবোধক গান। ‘দেশের গানটি’তে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।

এতে তার সঙ্গে অংশ নিয়েছেন দেশের ক্রীড়া জগতের গৌরব বাংলাদেশ নারী ফুটবল দল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের স্বতঃস্ফূর্ত করতালির মধ্য দিয়ে গানটি ধারণ করা হয়। খেলোয়াড়দের দেখে পুরো স্টেডিয়ামজুড়ে দর্শকরা ‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

‘পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ শিরোনামে গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ সুরকার আকাশ মাহমুদ। গানটির চিত্রায়ণে শিল্পী ও খেলোয়াড়দের সঙ্গে অংশ নিয়েছেন শতাধিক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল।

হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত গানটির চিত্রায়ণ, কথা ও সুরের ভিন্নতা, শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠ মাধুর্য, নারী খেলোয়াড়দের অংশগ্রহণ, নৃত্যশিল্পীদের চমকপ্রদ কোরিওগ্রাফি, উপস্থিত কয়েক হাজার দর্শকের করতালি আর বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি-সব মিলিয়ে এবারের ঈদ ইত্যাদিতে গানটি ভিন্নরকম আবহ সৃষ্টি করেছে।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারো ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।