ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

একসঙ্গে নাচলেন সালমান-রামচরণ-ভেঙ্কটেশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
একসঙ্গে নাচলেন সালমান-রামচরণ-ভেঙ্কটেশ রাম চরণ, সালমান খান ও ভেঙ্কটেশ দাগ্গুবতি

বলিউডের ভাইজান সালমান খান অভিনীত আসন্ন ‘কিসি কা ভাই কিসি কি জান’। এতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রাম চরণকে।

খবরটি ২০২২ সালেই জানিয়েছিলেন সালমান। অবশেষে প্রকাশ্যে এলো সেই চমক।

মঙ্গলবার (৪ এপ্রিল) প্রকাশ্যে এসেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার পঞ্চম গান। এই গানের শিরোনাম ‘ইয়েনতাম্মা’। যেখানেই একসঙ্গে নাচতে দেখা গেছে সালমান ও রাম চরণকে।

তবে চমক এখানেই শেষ নয়, সালমান ও রাম চরণের পাশাপাশি দক্ষিণী আরেক তারকা অভিনেতা ভেঙ্কটেশ দাগ্গুবতিকেও নাচতে দেখা গেছে গানটিতে। এছাড়াও গানটিতে আরো দেখা গেছে পূজা হেগড়ে, রাঘব জুয়েল, ভূমিকা চাওলা, শেহনাজ গিলসহ আরো অনেকেই।

হিন্দি ও তেলেগুর ফিউশনে নির্মিত ‘ইয়েনতাম্মা’ গানটিতে সবাইকেই দেখা গেছে দক্ষিণী ভারতীয় লুকে। গানটির সুর করেছেন পায়েল দেব এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি এবং পায়েল।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি নির্মাণ করেছেন ফারহাদ সামজি। এটি আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে। সিনেমাটিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।