ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

ফটোগ্রাফার তৌসিফের প্রেমে তিশা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
ফটোগ্রাফার তৌসিফের প্রেমে তিশা! তৌসিফ মাহবুব-তানজিন তিশা

রোমান্টিক নাটকের অন্যতম নির্মাতা জাকারিয়া সৌখিন। এই নির্মাতা ঈদে হাজির হচ্ছেন তৌসিফ-তিশার রসায়ন নিয়ে।

নিজের চিত্রনাট্যে তিনি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘তোমার হতে চাই’।

নির্মাতার এবারের গল্প একটি ছবি তোলার স্টুডিও ঘিরে। যার মালিক ফটোগ্রাফার রাব্বী। তার স্টুডিওতে একটি পাসপোর্ট সাইজের ছবি তুলতে আসে মহল্লার মেয়ে অবনী। এরপর নাটকের গল্প আগাতে থাকে নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে।

এখানে রাব্বী চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর অবনী চরিত্রে তানজিন তিশা।

নির্মাতা সৌখিন বলেন, ‘পাড়ায়-মহল্লায় ছবি তোলার স্টুডিও ঘিরে এমন অসংখ্য প্রেমের গল্প হতো আগে। কালের বিবর্তনে এখন ছবিঘর প্রায় বিলুপ্তির পথে। আমি চেষ্টা করেছি ৯০ দশকের সেই স্টুডিও কেন্দ্রিক প্রেমময় ঘটনার রেশ তুলে ধরতে। যেন দর্শকরা নস্টালজিক হয়ে ওঠেন।

এস কে সাহেদ আলীর প্রযোজনায় ‘তোমার হতে চাই’ নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে, আসছে ঈদে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।