ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুই দশক পর প্রিন্স মাহমুদ-মিজানের যুগলবন্দী গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
দুই দশক পর প্রিন্স মাহমুদ-মিজানের যুগলবন্দী গান প্রিন্স মাহমুদ-মিজান

প্রিন্স মাহমুদের কথা ও সুর মানেই শ্রোতাদের কাছে বিশেষ প্রাপ্তি। প্রতি ঈদ উৎসবে বরেণ্য এই সুরকার ও সংগীত পরিচালক নিয়ে আসেন নতুন গান।

তারই অংশ হিসেবে এবার ঈদে আসছে প্রিন্স মাহমুদের সুরে ব্যান্ড তারকা মিজান হাজির হবেন নতুন গান নিয়ে।

গানের শিরোনাম ‘এমন হয়নি আগে’। এর মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর পর আবারো একসঙ্গে কাজ করলেন তারা।

জানা গেছে, গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। আর সংগীত করেছেন সাইদ সুজন। গানটির ভিডিও নির্মাণ করছেন শাহরিয়ার পলক।

প্রিন্স মাহমুদ বলেন, ২০০০ সালে ঈদে আমার সুরে ‘স্রোত’ অ্যালবামে মিজানের প্রথম একক গান প্রকাশ হয়। এই অ্যালবামে ওর কণ্ঠে ‘আজ আপন কাল পর’ শ্রোতাদের দারুণ পছন্দ হয়। এরপর ‘চিঠি’ অ্যালবামে ছিল ‘কেন মাটির দেহে কাঁচের হৃদয়’। পরে মিজান ওয়ারফেজ ব্যান্ডে জয়েন করে। তখন আমাদের দু’জনের আর কোনো কাজ হয়নি। এবার ঈদ উৎসবে ওকে নিয়ে আসছি ‘এমন হয়নি আগে’ গানটি নিয়ে।

বরেণ্য এই সুরকার ও সংগীত পরিচালক আরও বলেন, গানের মাধ্যমে পুরোনো দিনগুলোকে স্মরণ করা চেষ্টা করেছি। সাউন্ডটা সেভাবেই তৈরি করা। মিজানের গায়কিতেও আছে পরিবর্তন। এটাকে সুরে গান ও প্রেমের গানও বলা যাবে। প্রথম প্রেমে পড়ার একটা অনুভূতি আছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

জানা গেছে, চাঁদ রাতে ‘এমন হয়নি আগে’ গানটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।