ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদে টেলিভিশনে জমকালো আয়োজন, তালিকা দেখুন এখানে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
ঈদে টেলিভিশনে জমকালো আয়োজন, তালিকা দেখুন এখানে

আজ খুশির ঈদ। শনিবার (২২ এপ্রিল) তাই দেশের বিভিন্ন টেলিভিশন আয়োজন করেছে নানা বৈচিত্র্যের আয়োজন।

তীব্র গরমে বেড়াতে যেতে না চাইলে দেখে নিতে পারেন অনুষ্ঠানগুলো।

আসুন দেখি কে কি আয়োজন করেছে-

বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক ‘পান্তা ভাতে ঘি’। এস এ হক অলিকের রচনায় শাহরিয়ার মোহাম্মদ হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আ খ ম হাসান, মানসী প্রকৃতি ও শেলী আহসানসহ অনেকে।

রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চলচ্চিত্রের এই সময়ের আলোচিত জুটি সিয়াম ও পূজা চেরি। এছাড়া বিগত আনন্দ মেলার উপস্থাপক সাজু খাদেম ও তারিন, শামীম আরা নিপা ও জুয়েল আইচকেও উপস্থাপনা করতে দেখা যাবে।

এটিএন বাংলায় সকাল ৯টায় প্রচারিত হয়েছে রাফাত মজুমদার রিংকুর রচনা ও পরিচালনায় নাটক ‘ঈদ সেলামি’। এতে অভিনয় করেছেন জোভান, সামিরা মাহি ও সমু চৌধুরী।

সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘বিয়ে বাড়ি’। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও সামিরা খান মাহি।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দেখা যাবে মেজবাহ উদ্দিন সুমন পরিচালিত নাটক ‘ঈর্ষা’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল, সামান্তা পারভেজ, সমু চৌধুরী অভিনয় করেছেন।

রাত ৮টা ৪৫ মিনিটে রয়েছে হানিফ সংকেতের পরিচালনায় নাটক ‘বাড়ি-ঘর আপন’। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীজ্জামান সেলিম, মীর সাব্বির, তারিন জাহান, আব্দুন নূর সজল, লুৎফর রহমান জর্জ, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম।

চ্যানেল আইয়ে দুপুর আড়াইটায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘সাহারা মরুভূমি’। নঈম ইমতিয়াজ নেয়ামুলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সাবিলা নুর, মিশা সওদাগর, শফিক খান দিলু প্রমুখ। সাড়ে ৪টায় টেলিফিল্ম ‘উপেক্ষিত’ এবং রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘ওলট পালট’। পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে আছেন আবুল হায়াত, শিরিন আলম, রওনক হাসান, জাকিয়া বারী মম প্রমুখ।

বৈশাখী টিভিতে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ড্যাম কেয়ার’। এর পরিচালক মুহিন খান। অভিনয়ে আছেন আরফান আহমেদ, মিহি আহসান, অলিউল হক রুমী, রাশেদ মামুন অপু, জয়রাজ, রোজী সিদ্দিকী, বড়দা মিঠু প্রমুখ।

রাত ৮টা ১০ মিনিটে দেখা যাবে একক নাটক ‘হদয় ক্ষরণ’। পরিচালনায় নাজমুল রনি। অভিনয় করেছেন অপূর্ব, হিমি ও সৌমী প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দুই জামাই’। পরিচালনা করেছেন হানিফ খান। অভিনয় করেছেন- জাহিদ হাসান, ডা. এজাজ, বড়দা মিঠু, তারিক স্বপন, নাজিয়া হক অর্ষা, নাবিলা ইসলাম প্রমুখ। রাত ১০টায় দেখা যাবে ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, অলিউল হক রুমি, শফিক খান দিলু, মাহা প্রমুখ।

মাছরাঙ্গা টিভিতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘অংক স্যার’। এজাজ মুন্নার পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ। রাত ৮টায় জোভান, তাসনিয়া ফারিণ অভিনীত নাটক ‘গুনগুনিয়ে’। ৯টা ১০ মিনিটে নাটক ‘সুরেলা সুলতান’। অভিনয় করেছেন মারজুক রাসেল তানজিকা, চাষী আলম, মুকিত জাকারিয়া। রাত ১০টায় নাটক ‘মিস্টার টকেটিভ’। অভিনয়ে শামীম হাসান সরকার ও রুকাইয়া জাহান চমক।

আরটিভিতে দুপুর ২টায় দেখা যাবে ওয়েব ফিল্ম ‘অদিতি’। এর রচনা ও পরিচালনায় ছিলেন রাকেশ বসু। অভিনয় করেছেন সোহানা সাবা, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, আবদুলস্নাহ রানা, মিহি আহসান, গাজী আব্দুন নূর, আশরাফুল আলম সোহাগ প্রমুখ।

বিকাল ৬টায় টক শো ‘ঈদ কার্নিভাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘দমকা হাওয়া’। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে তানিয়া বৃষ্টি, ইয়াশ রোহান, তালহা খান, মাসুম বাশার, রকি খান, মিলি বাশার ও আরও অনেকে।

রাত সাড়ে ৭টায় দেখা যাবে ধারাবাহিক নাটক ‘তিন টেক্কা’। রচনা ও পরিচালনায় আদিবাসী মিজান। অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম, স্বাধীন খসরু, ফারুক আহামেদ, নাদিয়া। ৮টা ১০ মিনিটে নাটক ‘ওয়ান হাগ রিমেইনিং’। পরিচালনায় মাহমুদুর রহমান হিমি; অভিনয়ে তৌসিফ মাহবুব, মুনতাহিনা টয়া, মুসাফির সৈয়দ বাচ্চু প্রমুখ।

বাংলাভিশনে দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘কিপ্টা ফ্যামিলি’। রচনা ও পরিচালনায় মাইদুল রাকিব। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, অনিক ও আরও অনেকে।

বিকেল ৫টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘হুলুস্থুল’। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী, পাভেল, সালহা নাদিয়া, শামীমা নাজনীন, রুমেল ও আরও অনেকে।

সন্ধ্যা ৬টায় নাটক ‘আমি ভাইরাল হতে চাই’। পরিচালনায় ওসমান মিরাজ। অভিনয় করেছেন শামীম, সারিকা সাবা ও আরও অনেকে। রাত ১০টা ৪৫ মিনিটে দেখা যাবে নাটক ‘ফানিমুন’। পরিচালনা করেছেন হাসিব হোসেন রাখি। অভিনয়ে নিলয়, সামিরা খান মাহি ও আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এনএটি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।