ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

আর্থিক প্রতারণার শিকার, টাইগার শ্রফের মায়ের মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুন ৯, ২০২৩
আর্থিক প্রতারণার শিকার, টাইগার শ্রফের মায়ের মামলা মা আয়েশা শ্রফের সঙ্গে টাইগার শ্রফ

প্রতারণার অভিযোগে মামলা দায়ের করলেন বলিউড অভিনেত্রী-প্রযোজক আয়েশা শ্রফ। মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় মামলাটি দায়ের করেন অভিনেতা টাইগার শ্রফের মা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৫৮ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৫ লাখ টাকার বেশি) প্রতারণার অভিযোগে অ্যালন ফার্নান্ডেজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের আয়েশা শ্রফ। ভারতীয় সংবিধানের ৪২০, ৪০৮, ৪৬৫, ৪৬৭ এবং ৪৬৮ ধারায় মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় মামলাটি করেছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি থানা পুলিশ।

এবারই প্রথম নয়, ৮ বছর আগেও প্রতারণার অভিযোগে মামলা করেছিলেন জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ। সেই সময় ৪ কোটি রুপি প্রতারণার অভিযোগে অভিনেতা শাহিল খানের বিরুদ্ধে মামলাটি করেছিলেন তিনি।

আয়েশা শ্রফ অভিনেত্রী হিসেবে বলিউডে নাম লেখান ‘তেরি বাহো মে’ সিনেমার মাধ্যমে ১৯৮৩ সালে। এতে তার বিপরীতে অভিনয় করেন মণীষ বহেল। ১৯৮৭ সালে জ্যাকি শ্রফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আয়েশা। ২০০০ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করার পর বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।