ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদের ব্যান্ড শোতে গাইবেন একঝাঁক ব্যান্ড তারকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
ঈদের ব্যান্ড শোতে গাইবেন একঝাঁক ব্যান্ড তারকা

ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন হাজির হচ্ছে বিশেষ অনুষ্ঠান নিয়ে। এরই অংশ হিসেবে প্রচার হবে বিশেষ ব্যান্ড সংগীতের অনুষ্ঠান।

এর শিরোনাম‘মিউজিক্যাল এক্সপ্রেস’।

শাহ জামান মিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেছেন নাহিদা আফরোজ সুমি। ঈদের বিশেষ দুই পর্বের এ আয়োজনে গান গাইবে সাতটি ব্যান্ড।

জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় থাকছে ফেরদৌস ওয়াহিদ ও তার দল। এছাড়াও এদিনে গান পরিবেশন করবে ব্যান্ডদল আভাস, বিন হাই ব্যান্ড এবং কিশোর অ্যান্ড ফ্রেন্ডস।

ঈদের তৃতীয় দিন একই সময়ের প্রচার হবে ব্যান্ড সংগীতের এই অনুষ্ঠানটি। এতে গান পরিবেশন করবে লালন ব্যান্ড, মেঘদল ও এফ মাইনর।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।