ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

প্রেম শুরুর গল্প ও বিয়ে ভাবনা জানালেন মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
প্রেম শুরুর গল্প ও বিয়ে ভাবনা জানালেন মাহি সামিরা খান মাহি

এ সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও খুব অল্প সময়ে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে জানান দেন এই অভিনেত্রী।

ব্যস্ততা থাকা সত্ত্বেও এখন বেছে বেছে কাজ করছেন মাহি। প্রেম, কাজ ও সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

গেল দুই বছর ধরেই লুকিয়ে চুটিয়ে প্রেম করছেন মাহি। এর আগে অনেকবার বিষয়টা সামনে আসলেও প্রেমের সম্পর্ক নিয়ে নীরব ছিলেন তিনি। এবার অভিনেত্রী নিজেই জানিয়েছেন তিনি প্রেম করছেন। প্রেমিকের নাম সাদাত শাফি নাবিল।

মাহি জানান, দুই পরিবারের সবার সম্মতিতে বিষয়টি সামনে এনেছেন তিনি। নাবিল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন।

প্রেমের পরিণয় বিয়ে। তবে বিয়ে নিয়ে এখনই ভাবতে চান না মাহি। নাবিলেরও এখন ভাবনা নেই। এখন ক্যারিয়ারে ডুবে থাকতে চান মাহি। জানালেন, আরও তিন-চার বছর পর বিয়ে নিয়ে ভাববেন।

মাহি জানান, তাদের সম্পর্কের বয়স দুই বছর। এ সময়টা গোপন রেখেছিলেন প্রেমের কথা। দীর্ঘ দুই বছর পর সবাইকে জানানো। তাদের পরিবারও এরই মধ্যে সম্পর্কের ব্যাপারে অবগত হয়েছেন। তাদের সম্পর্কে পরিবারের আপত্তি নেই।

এক বছরের বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে গিয়েছেন বলে জানান মাহি। পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাদের। কথা বলা থেকে ভালো লাগা শুরু। এরপর প্রেম। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে নাবিলের সঙ্গে মাহির পরিচয়।

আগে থেকে চেনা-জানা না থাকলেও ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করতেন। এরপর কথা বলতে শুরু করেন। ক্রমেই তাদের কথার গতি বাড়তে থাকে। কথার শুরুটা হয় বন্ধুত্ব দিয়ে। বন্ধুত্ব থেকে একে অন্যের প্রতি ভালো লাগা তৈরি হয়। এক বছরের বন্ধুত্বের পর প্রেমের সম্পর্কে জড়ান তারা। প্রেমের প্রস্তাবটি প্রথম দিয়েছিলেন নাবিল। এভাবেই প্রেমের শুরু। -জানালেন মাহি।

করোনা মহামারির ঘরবন্দি সময়ে নাবিলের সঙ্গে পরিচয় হয়েছিল মাহির। বলেন, করোনার জন্য সবাইকে এক বছরের মতো ঘরবন্দি থাকতে হয়েছিল। সারাদেশ লকডাউন ছিল। এমন অবস্থায় গেম খেলে সময় পার হতো। সেই সময়ে কথা বলার মতো তেমন কেউ ছিল না। তখন পরিচয় হয় নাবিলের সঙ্গে। ওই সময়টা আমরা অনেক কথা বলি। এরপর দেখা হয়। আমরা একসঙ্গে অনেক ঘুরতাম।

করোনার সময়টা একাকীত্ব ঘুচতে চেনা-জানা থেকে প্রেমের সম্পর্কে জড়ান মাহি। তার ভাষায়, করোনার সময় কিছু করার ছিল না। সারাদিন গেম আর ঘুমিয়ে পার করে দিতাম। তখট হুট করে পরিচয় হয় আমাদের। এভাবেই সম্পর্কে জড়িয়ে যাওয়া।

এদিকে, গেল রোজার ঈদে মাহিকে বেশকিছু নাটকে দেখা গেলেও এবার স্বল্প সংখ্যক কাজ করেছেন তিনি। ঈদের ছুটি কাটিয়ে মঙ্গলবার (৪ জুলাই) মোহন আহমেদের একটি একক নাটক দিয়ে শুটিংয়ে ফিরেছেন তিনি। আজও (৫ জুলাই) নাটকটির শুটিং করছেন। ইসলামিক ঘরানার একটি গল্পে নাটকটি নির্মিত হচ্ছে বলে জানালেন তিনি।

এবার ঘরবন্দি ঈদ কেটেছে মাহির। ঈদের দিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এই সময়টায় প্রেমিক নাবিল তার পাশে থেকে যাবতীয় সেবাশুশ্রূষা করেছেন।

মাহি জানালেন, এবার ঈদে বেশি কাজ করতে পারিনি। আমি ঈদের অল্প কিছুদিন আগে দেশে আসি। তারপরও ৬টির মতো নাটকে কাজ করেছি। সবে নাটকগুলো প্রচার শুরু হয়েছে। সবগুলো নাটক ভালো হয়েছে। আশা করছি, দর্শকদের পছন্দ হবে।

এক সময় র‌্যাম্প মডেলিং করতেন সামিরা খান মাহি। বছর দেড়েক আগে টিভি নাটকে অভিনয় শুরু করেন তিনি। বর্তমানে ছোট পর্দায় নিয়মিত এই অভিনেত্রী। স্বপ্ন দেখেন বড় পর্দায় কাজ করার। তবে শুরুটা যেমন তেমন কাজ দিয়ে করতে চান না। বড় পর্দার সূচনাটা ভালো ভাবেই করতে চান।

এ নিয়ে মাহি বলেন, এখন চলচ্চিত্র নিয়ে ভাবছি। বর্তমানে একটি কাজ নিয়ে কথা হচ্ছে। তার জন্য অপেক্ষা করতে হবে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। শুরুটা ভালো কিছু দিয়ে করতে চাই।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।