ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাহিদ আকবরের কথায় ‘প্রিয়তমা’র গান ‘গভীরে’ প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
জাহিদ আকবরের কথায় ‘প্রিয়তমা’র গান ‘গভীরে’ প্রকাশ

ঈদুল ফিতরে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘লিডার’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি তুুমুল সাড়া ফেলে। গানটির গীতিকার জাহিদ আকবর।

এবার প্রকাশ হলো এই গীতিকবির লেখা নতুন গান ‘গভীরে’।

রোমান্টিক এই গানটি ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খানের আরেক আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’য় ব্যবহার করা হয়েছে। ইতোমধ্যেই সিনেমাটির পাশাপাশি এর গানগুলোও দর্শকদের মন ছুঁয়ে গেছে।

‘সুরমা সুরমা’ গানের মতোই ‘গভীরে’র সুর করেছন সাজিদ সরকার। এতে কণ্ঠ দিয়েছে রেহান রসুল ও প্রিয়াংকা গোপ। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে গানটি প্রকাশ করা হয়েছে।

নতুন এ গান প্রসঙ্গে জাহিদ আকবরের ভাষ্য, ‘সুরমা সুরমা’ গানের সাফল্যের পর শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। গভীরে গানটা হৃদয়ের গভীরে পৌঁছে যাওয়ার মতো গান, উত্তেজনার কোনো গান নয়। শিরা-উপশিরায় ভালোবাসা ছড়িয়ে যাওয়ার মতো গান।

‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবীসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।