ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

দেশের চেয়ে ভারতে বেশি হল পেল ‘সুড়ঙ্গ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
দেশের চেয়ে ভারতে বেশি হল পেল ‘সুড়ঙ্গ’

বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘সুড়ঙ্গ’।  আফরান নিশো অভিনীত সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে আগামী ২১ জুলাই।

রায়হান রাফী পরিচালিত সিনেমাটি বাংলাদেশে ঈদুল আজহায় ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। দর্শকের আগ্রহ সত্ত্বেও পরে আর হলসংখ্যা বাড়েনি। তবে দেশের চেয়েও বেশি হল নিয়ে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’।  

পশ্চিমবঙ্গের যেসব প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে, তার একটি তালিকা মঙ্গলবার (১৮ জুলাই) নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন নির্মাতা রায়হান রাফী।  

পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনামার পরিবেশকের দায়িত্ব নিয়েছে ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস-এসভিএফ। পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে রোববার (১৬ জুলাই) ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। যেখানে সংলাপসহ সিনেমার কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। নতুন ট্রেলারটি দেখার পর পশ্চিমবঙ্গের অনেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তমা মির্জা। ওপার বাংলায় মুক্তি উপলক্ষে তারা কলকাতায় যাবেন বলে জানা গেছে। ইতোমধ্যে ভিসা আবেদন প্রক্রিয়াও সম্পন্ন করেছেন তারা।

আলফা আই ও চরকি প্রযোজিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।