ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাপানি পাত্রকে বিয়ের কথা জানালেন রাশমিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
জাপানি পাত্রকে বিয়ের কথা জানালেন রাশমিকা! রাশমিকা মন্দানা

সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন রাশমিকা মন্দানার। ভারতের দক্ষিণী এই দুই তারকাকে একসঙ্গে অবকাশ যাপনে দেখা গেছে।

তবে প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি দুজনের কেউ।

এই যখন অবস্থা তখন প্রেম বাদ দিয়ে নিজের বিয়ের খবর দিলেন ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার নায়িকা।

বলিউড শাদিস ডটকমের প্রতিবেদন, টাইগার শ্রফের সঙ্গে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রাশমিকা। সেখানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। রাখঢাক না করে উত্তরে এই নায়িকা বলে বসেছেন, বিয়ে হয়ে গেছে তার।

এখানেই শেষ নয়, রাশমিকা তখন জানিয়ে দেন পাত্রের নামধামও। তিনি বলেন, নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন তিনি।

তবে রাশমিকা মন্দানা ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। উজুমাকি হল এক জাপানি কার্টুন চরিত্র। এই জাপানি কার্টুন সিরিজটি চলছে নেটফ্লিক্সে। নেহাত মজা করেই এমন উত্তর দিয়েছেন অভিনেত্রী।

এদিকে, বিজয় দেবরাকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেমের জোর গুঞ্জনের মাঝেই মাস তিনেক আগে শোনা গিয়েছিল, তিনি নাকি অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন।

রাশমিকা ও সাই শ্রীনিবাসকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। লোকমুখেও এ নিয়ে আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।