ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমি খুবই বিপদে পড়েছি: ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
আমি খুবই বিপদে পড়েছি: ফাহমিদা নবী ফাহমিদা নবী

দেশের নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী। সামাজিকমাধ্যমে বেশ সরব তিনি।

সোমবার (০২ অক্টোবর) গভীর রাতে ফেসবুকে বিপদে পড়ার কথা জানান তিনি।

ফাহমিদা নবীর ভাষ্য, তার দুটো ফেসবুক পেজ কে বা কারা হ্যাক করেছে। পেজ দুটোর নিয়ন্ত্রণ এখন এই সংগীতশিল্পীর কাছে নেই।

এই গায়িকা বলেন, আমি খুবই বিপদে পড়েছি। আমার দুটো পেজ কে বা কারা ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছি না। পেজ হ্যাক হয়েছে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে এই পেজ দুটো থেকে আমি হয়ে যদি কেউ কোনো কমেন্ট বা উত্তর দেয়, বুঝে নেবেন সে আমার এই সর্বনাশ করেছে এবং দয়া করে রিপোর্ট করবেন। উদ্ধারের উপায় খুঁজছি।

একইসঙ্গে এমন সংকটের মধ্যে ফেলা হ্যাককারীর তথ্য জানতে পারলে, তাকে সেটা জানানোর জন্য অনুরোধও জানিয়েছেন ফাহমিদা নবী।

১৯৭৯ সালে সঙ্গীতে ক্যারিয়ার শুরু করেন ফাহমিদা নবী। তিন যুগ ধরে সাফল্যের সঙ্গে গান গেয়ে যাচ্ছেন তিনি। আধুনিক ধারার পাশাপাশি রবীন্দ্র ও নজরুলসংগীতেও শ্রোতাদের মুগ্ধ করেন তিনি।

১৯৬৪ সালের ৪ জানুয়ারি দিনাজপুর জেলায় জন্ম ফাহমিদা নবীর। তার ডাকনাম নুমা। তার পিতা প্রয়াত বিখ্যাত সংগীতজ্ঞ মাহমুদুন্নবী। তার ছোট বোনও আরেক জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।