ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নায়িকাদের সংসার না টেকার কারণ জানালেন ফারিয়া শাহরিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
নায়িকাদের সংসার না টেকার কারণ জানালেন ফারিয়া শাহরিন ফারিয়া শাহরিন

আলোচিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন ফারিয়া শাহরিন। অভিনয়ে অনিয়মিত হলেও বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন সামাজিকমাধ্যম ফেসবুকে।

এবার তিনি বললেন, নায়িকাদের সংসার কেন টেকে না, সে বিষয়ে।

দুই বছর আগে ঢাকার একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কর্মরত মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়া শাহরিনের। চলতি বছরের জুলাইয়ে ফারিয়া জানান তার বিয়ের খবর। ৭ জুলাই সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে বিয়ের খবরটি ভাগাভাগি করেন তিনি।  

নিজের একটি ছবি দিয়ে ফারিয়া লেখেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন। ’ তবে কবে বিয়ে হয়েছে, সেটা জানাননি ফারিয়া। তার পোস্টে একজনের মন্তব্যের মাধ্যমে জানা যায়, ঘরোয়া আয়োজনে তাদের কাবিন সম্পন্ন হয়েছে।

ফেসবুকে নায়িকার বিয়ে না টেকার কারণ প্রসঙ্গে ফারিয়া লেখেন, আজকে সারা দিন ভাবলাম, নায়িকাদের কেন সংসার টেকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারও দুঃখ লাগলে মাফ করে দেবেন।

ফারিয়া লেখেন, নায়িকারা হলেন স্বপ্নের মানুষ। স্বপ্নে তার সঙ্গে হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, রোমান্স করা যায়। আরও অনেক কিছুই করা যায়। কিন্তু ওই নায়িকা যখন দেখবেন, বাসায় রান্না করতেছে, মেকআপ ছাড়া বুয়ার মতো মাথায় তেল দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে- ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকে না। বাস্তবের জরিনা হয়ে যায়। মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়াতে দেখা কোনো নায়িকা এত লুতুপুতু সুন্দরী না। খুব কম নায়িকাই আছে যে ন্যাচারালি সুন্দর। আর সুন্দর হলেই বা কি...।

ফারিয়া আরও লেখেন, নায়িকারা মোবাইল আর টিভি জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়া থেকে স্বপ্নের অপ্সরী হয়েই বেঁচে থাকলে বরং ভালো।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।