ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

নতুন সিনেমার ঘোষণা ‘দ্য কাশ্মীর ফাইলস’ নির্মাতার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
নতুন সিনেমার ঘোষণা ‘দ্য কাশ্মীর ফাইলস’ নির্মাতার

নিজের নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। সিনেমার নাম ‘পর্ব: অ্যান এপিক টেল অফ ধর্ম’।

একই নামে এস এল ভাইরাপ্পার কন্নড় উপন্যাস থেকে সিনেমা তৈরি করবেন তিনি। মোট তিন পর্বের নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসতে চলেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’র নির্মাতা।

বেঙ্গালুরুতে একটি ইভেন্টে নিজেই আনুষ্ঠানিক ঘোষণা করেন। এই ফ্র্যাঞ্চাইজির প্রযোজনার দায়িত্বেও থাকবেন তার স্ত্রী, অভিনেত্রী-প্রযোজক পল্লবী যোশী।  

এদিন টুইটারে বিবেক অগ্নিহোত্রী একটি অ্যানিমেশন পোস্টার শেয়ার করেন। সঙ্গে প্রশ্ন করেন, মহাভারত ইতিহাস না পুরাণ? পদ্মভূষণ প্রাপ্ত লেখক ডক্টর এস এল ভাইরাপ্পার লেখা উপন্যাস থেকেই সিনেমা তৈরি হচ্ছে বলেও জানান তারা।  

২০২২ সালের মার্চে মুক্তি পেয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। সমালোচনার সম্মুখীন হলেও বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছিল বিবেক অগ্নিহোত্রীর সিনেমাটি। কিছু দিন আগে শোনা গিয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস ২’ আসতে পারে? সত্যিই কি তাই? কী বলেন পরিচালক?

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।