ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আনুশকা-আথিয়াকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে হরভজন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
আনুশকা-আথিয়াকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে হরভজন 

ভারত বনাম অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে ধারাভাষ্যকর হিসেবে হাজির ছিলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। ধারাভাষ্য দেওয়ার সময় এক পর্যায়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি।

 

খেলা চলাকালীন এক সময় ক্যামেরা গ্যালারিতে বসে থাকা আনুশকা শর্মা এবং আথিয়া শেঠির দিকে ঘোরানো হয় তখন সেটা নজরে পড়ে হরভজন সিংয়ের। তা দেখেই এই প্রাক্তন ক্রিকেটার বলে ওঠেন, ‘হয়তো ছবি নিয়ে কথা বলছেন তারা, নাকি ক্রিকেট নিয়ে? অবশ্য জানি না উনারা ক্রিকেটের কতটা বোঝেন!’ 

হরভজনের এমন মন্তব্যে ক্ষুব্ধ এই দুই অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। সামাজিকমাধ্যমেও বেশ সমালোচিত হচ্ছে ভাজ্জি।  

এক নেটিজেন টুইট করে লেখেন, টিপিক্যাল একেবারে! হরভজন সিং আপনি অত্যন্ত অসভ্য একজন মানুষ। অশ্রদ্ধা বাড়ল। ক্রিকেটার হিসেবে আপনার ইনসিকিউরিটিটা বুঝতে পারছি। কিন্তু এভাবে সহকর্মীদের স্ত্রীদের অপমান করে? আপনার থেকে অবশ্য আর কী আশা করা যায়?’ 

আরেকজন লিখেছেন, ‘ তাতে আপনার কী দাদা? মুখে যা আসে তাই বলে দেওয়া যায়! উনারা যা নিয়ে কথা বলুক আপনার কী?’ 

অপর একজন অবশ্য একটু ভিন্নরকম মন্তব্য করেছেন, ‘উনি (হরভজন) এমনই। ওনার স্ত্রীকে নিয়ে কেউ এ রকম কথা বললেও উনি প্রতিবাদ করতেন না। ’

আনুশকা শর্মা সেমিফাইনালের পর শনিবার ফাইনাল দেখতেও মাঠেও আসেন। এদিন তিনি তার মায়ের সঙ্গে খেলা দেখেন। তার পাশে বসে খেলা দেখেন এল রাহুলের স্ত্রী এবং অভিনেত্রী আথিয়া শেঠি। তাদেরকে একসঙ্গে কথা বলতে দেখা যায়। এটা দেখেই এমন মন্তব্য করেন হরভজন সিং।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।