ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

শাকিবের পর রাজের নায়িকা ইধিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
শাকিবের পর রাজের নায়িকা ইধিকা

শাকিব খানকে নিয়ে ‘সত্তা’ সিনেমা বানিয়েছিলেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। যেখানে নায়িকা ছিলেন কলকাতার পাওলি দাম।

এরপর শাকিব খানকে নিয়ে ‘কবি’ নামে একটি সিনেমা বানানোর ঘোষণা দেন এই নির্মাতা। তবে ব্যাটে-বলে না মেলায় তার স্থানে নেওয়া হয়েছে শরিফুল রাজকে।

এতদিন বিষয়টি জানা গেলেও নায়িকা নিয়ে ছিলো ধোঁয়াশা। এবার জানা গেল, রাজের বিপরীতে থাকছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।

‘কবি’ হতে যাচ্ছে ইধিকার বাংলাদেশে দ্বিতীয় সিনেমা। এর আগে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

ভালোবাসা ও অ্যাকশনধর্মী গল্পে এগিয়ে যাবে ‘কবি’ । সিনেমাটির বেশিরভাগ গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে। সেখানকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে। বর্তমানে ‘কবি’ সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে একটা কর্মশালা চলছে কলকাতায়। দু’একদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে।

শরিফুল রাজ-ইধিকা পাল ছাড়াও ‘কবি’তে অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।