ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের ‘ডানকি’ থেকে মুখ ফিরিয়ে নিল ভারতের ৪ রাজ্য!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
শাহরুখের ‘ডানকি’ থেকে মুখ ফিরিয়ে নিল ভারতের ৪ রাজ্য!

প্রতীক্ষার অবসান ঘটেছে শাহরুখভক্তদের। আজ বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন শাহরুখ খানের ‘ডানকি’।

পাঠান ও জাওয়ানের পর ‘ডানকি’ও বক্স অফিস মাতাবে সেই আশা করা হচ্ছে। হয়ত আগের দুটি সিনেমার মতো ডানকিও আয়ে হাজার ক্লাব ছুতে পারবে।  

এমন আশা করাটাই স্বাভাবিক। কারণ, চার বছর বিরতির পর রুপালি পর্দায় ফিরে শাহরুখ যা উপহারই দিয়েছেন, গোগ্রাসে গিলেছে সিনেপ্রেমীরা। পাঠান ও জাওয়ান ঝড়ের পর এবার  ‘ডানকি’র পালা। ইতোমধ্যে ট্রেলার ও গানগুলো দারুণ সাড়া ফেলেছে।

কিন্তু এমন পরিস্থিতিতে নেতিবাচক খবরই শুনতে হলো ‘ডানকি’ নির্মাতা রাজ কুমার হিরানীকে।

দক্ষিণের চার রাজ্যে নাকি ঢুকতেই দেওয়া হয়নি ‘ডানকি’ সিনেমা। এর অন্যতম কারণ, ডানকি প্যান ইন্ডিয়ান সিনেমা নয়। তাই সেখানে শাহরুখ উন্মাদনা ঠেকাতেই এটা করা হয়েছে বলে খবর।

তবে সেখানের হলগুলো চলছে টা কী?

জানা গেছে, ওই চার রাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে চলছে প্রভাস অভিনীত ‘সালার’। ইতোমধ্যে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ব্যাপক পরিসরে। সিনেমা মুক্তির আগেই দক্ষিণের ৪ রাজ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটকে বলিউড বাদশাহকে পেছনে ফেলেছেন প্রভাস।

এর কারণ ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছিল প্যান ইন্ডিয়ান সিনেমা। সকল ভাষায় মুক্তি পেয়েছিল এই ছবি। কিন্তু ‘ডানকি’ তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে না। ফলে দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি বড় অংশ হলে গিয়ে সিনেমাটি দেখতে পারছে না।  

ফিল্ম ট্রেড বিশেষজ্ঞ শ্রীধর পিল্লাই জানিয়েছেন, কেরালায় ইতোমধ্যেই ‘ডানকি’র থেকে বেশি স্ক্রিন দেওয়া হয়েছে ‘সালার’কে। কারণ দক্ষিণ ভারতীয় স্টার প্রভাসকে নিয়ে সে রাজ্যের উন্মাদনা শাহরুখের থেকে অনেকটাই বেশি।  

অনেকেই বলছেন, ডানকির সঙ্গে তুমুল প্রতিযোগিতা চলবে সালারের। কারণ, সিনেমাটি একইসঙ্গে মুক্তি পাচ্ছে তামিল, তেলুগু, হিন্দি, কান্নাড়া এবং মালয়ালম ভাষায়। সে কারণে পুরো ভারতজুড়েই প্রেক্ষাগৃহে দর্শক টানবে সিনেমাটি। এছাড়া দক্ষিণী সুপারস্টারের সিনেমা হওয়ায় সেখানকার বিভিন্ন রাজ্যেও তুমুল ব্যবসা করবে এই ছবি।

প্রথম দিনে ‘ডানকি’র মোট ১৫ হাজার শোয়ের বিপরীতে সাড়ে ৫ লাখ টিকিট বিক্রি হয়েছে। সে হিসেব অনুযায়ী অগ্রিম টিকিট বিক্রিতেই ১৫ কোটি আয় করেছে শাহরুখের সিনেমা। অন্যদিকে প্রভাসের ‘সালার’ প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছে প্রায় ২৯ কোটির।  

তথ্যসূত্র: টিভি নাইন, সংবাদ প্রতিদিনি

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।