ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

থার্টিফার্স্ট নাইট নিয়ে উৎকণ্ঠা, বার্তা দিলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
থার্টিফার্স্ট নাইট নিয়ে উৎকণ্ঠা, বার্তা দিলেন জয়া আহসান জয়া আহসান

‘নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমরা সবাই আনন্দ প্রকাশ করতে চাই একসঙ্গে।

কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। ’ আসন্ন ২০২৪ অর্থাৎ নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এমন উৎকণ্ঠা প্রকাশ করলেন জয়া আহসান।

সচারাচর দেখা যায় বিদায়ী বছর শেষ হওয়া এবং নতুন বছরের প্রথম মুহূর্তে (থার্টিফার্স্ট নাইট) তরুণ-যুবকরা ঘটা করে উদযাপন করেন। কেউ কেউ সেই উদযাপন করতে গিয়ে মুহুর্মুহু আতশবাজি আর পটকা ফাটিয়ে আকাশ-বাতাস কাঁপিয়ে তোলেন, যা বিরাটমাত্রার শব্দদূষণ তৈরি করে। আতঙ্কও ছড়িয়ে দেয় চারপাশে। মূলত এই বিষয়টি নিয়েই  উৎকণ্ঠায় দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।  

জয়া আহসানের কথায় উঠে এসেছে গেল বছর থার্টিফার্স্ট নাইটে আতশবাজির শব্দে মাত্র ৪ মাস বয়সী শিশু তানজীম উমায়েরের মৃত্যুর প্রসঙ্গ।

ভিডিও বার্তায় জয়া বলেন, নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়। যারা থার্টিফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুশ ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।

জয়া আহসানের ভক্তরা জানেন, জীবের প্রতি অভিনেত্রীর প্রেম-ভালোবাসার কথা। ভিডিও বার্তায় সবার উদ্দেশে এই অভিনেত্রী আরও বলেন, রাতের বেলা গাছে ঘুমিয়ে থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথকুকুর বা বিড়াল; এমনকি আশপাশে যে অসংখ্য বন্যপ্রাণী- প্রচণ্ড ভয়ে তারা ছুটোছুটি করে, অনেকেই মারা যায়।  

এদিকে সম্প্রতি ২০২৩ সালে ওটিটিতে নজরকাড়া পারফর্ম করা নতুন শিল্পীদের তালিকা প্রকাশ করে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস। সেই তালিকার শুরুতেই দেখা যায় জয়া আহসানের নাম।

চলতি মাসের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে  জি ফাইভে মুক্তি পায় জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘করক সিং’। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া। এই সিনেমার কারণেই সেরাদের তালিয়ায় জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।