ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

পুত্র সন্তানের মা হলেন ঈশানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
পুত্র সন্তানের মা হলেন ঈশানা

শোবিজে আসার ১ দশক পর ২০১৯ সালে বিয়ে করেন ঈশানা খান। স্বামী সারিফ চৌধুরী, পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার।

স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। সেখান থেকেই ভক্তদের মা হওয়ার সুখবর দিলেন এই অভিনেত্রী।

জানা গেছে, গেল ৯ ফেব্রুয়ারি সিডনির এক হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। দুজনের শারীরিক অবস্থা ভালো বলে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে সন্তানের কিছু ছবিও শেয়ার করেছেন ঈশানা। এর ক্যাপশনে তিনি জানান, সন্তানের নাম রেখেছেন সায়েশান চৌধুরী।

মা হওয়ার অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এটা এক অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে, আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী। ’

এর আগে ২০২৩ সালের নভেম্বরে ঈশানা জানিয়েছিলেন, মা হতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে নতুন বছর পরিবারে আসবে নতুন অতিথি।

২০০৯ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’-এ অংশ নেন ঈশানা। সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করে তিনি পরিচিতি লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।