ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্কার: সেরা ছবি ওপেনহাইমার, পরিচালক নোলান, অভিনেতা মার্ফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
অস্কার: সেরা ছবি ওপেনহাইমার, পরিচালক নোলান, অভিনেতা মার্ফি

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার ভোরে বসে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এতে সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।

গত বছরের আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতলেন নোলান। সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মার্ফি।

দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা 

সেরা ছবি- ওপেনহাইমার

সেরা অভিনেতা- কিলিয়ান মার্ফি (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুয়োর থিংস)

সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেত্রী- ডেভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভার)

অ্যাডাপ্টেড চিত্রনাট্য- কর্ড জেফারসন (আমেরিকান ফিকশন)

মৌলিক চিত্রনাট্য- জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারি (অ্যানাটমি অব আ ফল)

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা অ্যানিমেটেড শর্টস- ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অন জন অ্যান্ড ইয়োকো

সেরা আন্তর্জাতিক ফিচার- দ্য জোন অফ ইন্টারেস্ট (ইউকে)

সেরা ডকুমেন্টরি ফিচার- ২০ ডেইজ ইন মারিউপোল

সেরা ডকুমেন্টরি শর্টস- দ্য লাস্ট রিপেয়ার শপ

বেস্ট অরিজিনাল স্কোর- ওপেনহাইমার

বেস্ট অরিজিনাল সং- হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)

বেস্ট সাউন্ড- দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং- পুওর থিংস

সেরা কস্টিউম- পুওর থিংস

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস- গর্জিলা মাইনাস ওয়ান

সেরা ফিল্ম এডিটিং- ওপেনহাইমার

এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।  

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪

আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।