ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে কত সালামি পেলেন প্রশ্নে যা বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
ঈদে কত সালামি পেলেন প্রশ্নে যা বললেন জায়েদ খান

অন্যবারের মতো এবারের ঈদটা ভালো কাটেনি চিত্রনায়ক জায়েদ খানের। কারণ, মা–বাবাকে ছাড়া কার ঈদ ভালো কাটে!  

২০২০ সালের ৩১ ডিসেম্বর বাবা এমএ হককে হারান জায়েদ খান।

বাবাকে হারানোর এক বছরের মাথায় জন্মাদাতা মাকেও হারান।

বাবা-মা বেঁচে থাকাকালীন ঈদ কত আনন্দের ছিল, তা জানাতেই চোখে জল চলে আসে এ অভিনেতার।

তবে ঈদ তেমন ভালো না কাটলেও সালামি নাকি পেয়েছেন আগের মতোই, বা আগের চেয়েও বেশি।

কত পেয়েছেন সালামি? প্রশ্ন করলে, সংখ্যাটা না বললেও লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ঈঙ্গিত দিলেন আলোচিত এ অভিনেতা।

বললেন, এবার ঈদেও আগের মতোই সালামি পেয়েছি। বড় ভাই, বোন, দুলাভাই ও অন্যদের কাছে থেকে এখনো সালামি পিই। কত টাকা সালামি পেয়েছি - এটা তো বলা যাবে না। ’ 

লাখ ছাড়িয়ে যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তা তো হবেই। এক লাখ টাকার অনেক বেশি সালামি পেয়েছি। ’ 
তবে যত পেয়েছেন ততটাই দিতে হয়ে তাকে। জায়েদ খান বললেন, ‘আমার তো ভাতিজা, ভাতিজি, ভাগনে, ভাগনিসহ অনেক আত্মীয়স্বজন রয়েছে। কিছু ছোট ভাই রয়েছে। সবাইকে দিতে হয়। লাখ টাকার মতোই সালামি দিতে হয়েছে। ’

দীর্ঘদিন পর ঈদে মুক্তি পেয়েছে জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় উঠে এসেছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প। সিনেমাটি নিয়ে আশাবাদী তিনি।  

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, স্নিগ্ধা, শবনম পারভীনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।