ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

নতুন ভূমিকায় বিপাশা, কলম ধরছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মে ২৭, ২০২৪
নতুন ভূমিকায় বিপাশা, কলম ধরছেন অভিনেত্রী

অভিনেত্রী হিসেবে সফল বিপাশা বসু। যদিও অভিনয়ে নিয়মিত না তিনি।

বছর দুয়েক আগে মা হয়েছেন বিপাশা। তার পর থেকে মেয়ে দেবীকে নিয়েই কাটে তার ব্যস্ত সময়।

তবে এবারে নিজেকে নতুনভাবে চেনাতে চাইছেন তিনি। না, অভিনয়ে নয়; এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন বিপাশা।

অভিনেত্রী জানিয়েছেন, একটি বই লিখবেন তিনি। গল্প বা উপন্যাস নয়, বইটি হবে তার স্মৃতিকথা। এমন সব স্মৃতি যে ঘটনাগুলো তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই স্মৃতিগুলোই পাতায় জমা করতে কলম ধরবেন বিপাসা।

পাশাপাশি, নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তা পাঠাকের কাছে পৌঁছে দেবেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘আমি জীবনে প্রচুর উত্থান-পতন দেখেছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। এবার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।

বইয়ের কী নাম দেবেন এখনও ভাবছেন বিপাশা। তবে বইটি আগামী বছর প্রকাশিত হবে নিশ্চিত করেছেন তিনি।

এমন খবরে মুখিয়ে আছেন বিপাশার ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রীর জীবন থেকে নেওয়া স্মৃতিগুচ্ছ জানতে চান তারা।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।