ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লন্ডন যাচ্ছেন তাসনিয়া ফারিণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ২৯, ২০২৪
লন্ডন যাচ্ছেন তাসনিয়া ফারিণ

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি তার বড় পর্দায় অভিষেক হয়েছে।

ফারিণ অভিনীত ‘ফাতিমা’ সিনেমাটি গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।  

এ সিনেমা দিয়ে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন ফারিণ। সিনেমাটি পরিচালনা করেন ধ্রুব হাসান।

ফারিণ অভিনীত সিনেমাটি এবার প্রদর্শিত হবে রেইনবো চলচ্চিত্র উৎসবে। এ উৎসবে যোগ দিতে লন্ডনে যাচ্ছেন তাসনিয়া ফারিণ। এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

আগামী ২ জুন শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে রেইনবো চলচ্চিত্র উৎসব। ২৫তম রজতজয়ন্তী উৎসবের সমাপনী দিন দেখানো হবে ‘ফাতিমা’।

‘ফাতিমা’ সিনেমাটির যখন শুটিং শুরু হয়, অভিনেত্রী তাসনিয়া ফারিণ তখনো সেভাবে ডানা মেলেননি। সবে শুরু অভিনয়ের পথচলা। ফারিণ এখন প্রতিশ্রুতিশীল তারকা, বিদেশ থেকে তার ‘ফাতিমা’ও এনেছে পুরস্কার।  

ছয় বছর আগে এ সিনেমার নাম ছিল ‘দাহকাল’। গল্পের স্বার্থে পরে বদলে নামকরণ করা হয় ‘ফাতিমা’।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মে ২৯, ২০২৪ 
এনএটি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।