ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদে শাকিবের থেকে কি উপহার পেয়েছে বীর?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
ঈদে শাকিবের থেকে কি উপহার পেয়েছে বীর?

এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’ ও শবনম বুবলীর অভিনীত সিনেমা ‘রিভেঞ্জ’। এমন উৎসবের মধ্যে বুবলী কোনো অনুষ্ঠানে গেলেই আসে ছেলে শেহজাদ খান বীরের প্রসঙ্গ।

ঈদ উপলক্ষে বাবা শাকিবের কাছ থেকে কী উপহার পেল বীর ও বুবলী? সেটাই জানতে চাওয়া হয়েছিল এক ভিডিও সাক্ষাৎকারে।

সেই প্রশ্নের উত্তরে শবনম বুবলী বলেন, ‘আমি সব সময়ই বলি, বাবা-ছেলের সম্পর্ক সারা জীবনের।

সেখান থেকে উপহার দেওয়া-নেওয়া, সালামি এগুলো তো থাকেই। আর আমি যখন ওদের সুন্দর সেই মুহূর্ত দেখি, ওটাই আমার জন্য বড় একটি পাওয়া, অনেক আনন্দের। এর মধ্যে হাজার উপহারও আমার কাছে কোনো বিষয় নয়। যখন ওই মুহূর্তটা খুব সুন্দর হয়ে যায়।

বুবলী আরও বলেন, পাশাপাশি উৎসবে অনেক উপহার পায় বীর, যেমন ওর নানা-নানু, তারপর আমার বোনেরা, সবাই দেশের বাইরে থাকে, ওরা পাঠায়। সব মিলিয়ে ওর উপহার প্রচুর পাওয়া হয়।

বুবলীর কথায়, যখন মা-বাবা দুজন উপহার দেয়, সেটা খুব স্পেশাল হয়। ঈদ ছাড়াও অনেক সময়েই তাদের জন্য মিলিয়েও পোশাক কিনেছি। শুধু পাঞ্জাবি নয়, টি-শার্টও মিলিয়ে পরে বাবা-ছেলে। এসবের অনেক স্মৃতি তুলে রাখা আছে বীরের জন্য। বড় হলে এই স্মৃতিগুলো দেখবে বীর।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।