ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

মেয়ের মা হলেন রিচা চাড্ডা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
মেয়ের মা হলেন রিচা চাড্ডা

কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চড্ডা। বৃহস্পতিবার (১৮ জুলাই) এক যৌথ বিবৃতিতে এ কথা জানান রিচা চাড্ডা ও তার স্বামী অভিনেতা আলী ফজল।

রিচা ও আলি জানান, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, গেল ১৬ জুলাই আমরা এক সুস্থ কন্যা সন্তানের মা-বাবা হয়েছি। আমাদের দুই পরিবারও খুব খুশি। ভালোবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ।

২০২২-এ আলি ফজ়লকে বিয়ে করেন রিচা। চলতি বছরের শুরুর দিকে মা হতে যাওয়ার খবর দেন অভিনেত্রী। কিছু দিন আগেই এক পোস্টে অন্তঃসত্ত্বা অবস্থা নিয়ে কথা বলেছিলেন তিনি।

রিচাকে সর্বশেষ দেখা যায় সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’তে। অন্যদিকে চলতি মাসেই মুক্তি পেয়েছে আলী ফজল অভিনীত আলোচিত সিরিজ ‘মির্জাপুর ৩’।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।