ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলাদেশের জন্য বিটিএসের জাংকুকের প্রার্থনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
বাংলাদেশের জন্য বিটিএসের জাংকুকের প্রার্থনা

গেল ক‌য়েক‌ দিন ধ‌রে আন্তর্জা‌তিক সংবাদমাধ্যমে শি‌রোনা‌মে রয়ে‌ছে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহ‌তের ঘটনা। শিক্ষার্থী‌দের এই আন্দোল‌নে ঢাকার শিল্পীদের বাই‌রে কলকাতার অঞ্জন দত্ত, কবীর সুমনসহ আরও অনেকে সরব হ‌য়ে‌ছেন।

এবার বিশ্ব বিখ্যাত কোরিয়ান ব্যান্ড বি‌টিএস তারকা জাংকুক‌কে সরব হ‌তে দেখা গেল। শিক্ষার্থী‌দের আন্দোল‌নে সংহ‌তি জা‌নি‌য়ে বাংলা‌দে‌শের পতাকার ছ‌বির সাম‌নে এক শিশুর চোখবাঁধা ছবি ফেসবু‌কে পোস্ট ক‌রে‌ছেন এই তারকা।

রোববার (০৪ আগস্ট) রা‌তে দেওয়া এই পো‌স্টে জাংকুক লেখেন, বাংলা‌দে‌শের মানুষ ক‌ঠিন সময় পার ক‌র‌ছে, আমি তাঁ‌দের জন্য প্রার্থনা কর‌ছি। তোমা‌দের মঙ্গল কামনা কর‌ছি।

ভেরিফায়েড ফেসবুক পেজটি জাংকুকের অফিশিয়াল নাকি ফ্যানপেজ তা নিশ্চিত হওয়া যায়নি। এরপরও পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশি ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন এই তারকাকে।

বাংলা‌দে‌শের তরুণ‌দের ম‌ধ্যে বি‌টিএস দারুণ জন‌প্রিয়। আলাদাভা‌বে জাংকু‌কেরও প‌রি‌চি‌তি র‌য়ে‌ছে। গেল জু‌নে জাংকুকের একক গান ‘নেভার লেট গো’ প্রকাশ্যে এসেছে। গানটি বিটিএসের অনুরাগীদের উৎসর্গ করা হয়েছে।

এর আগে ২০২৩ সালে জাংকুকের প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’ প্রকাশ করা হয়। এটি বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।