ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

রাস্তায় বের হলেই মন ভালো হচ্ছে তানজিকা আমিনের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
রাস্তায় বের হলেই মন ভালো হচ্ছে তানজিকা আমিনের তানজিকা আমিন

দেশের সড়কে ট্র্যাফিকের দায়িত্ব পালনে কাজ করেছেন শিক্ষার্থীরা। রাজাধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে কাজ করছেন তারা।

তাদের সঙ্গে সঙ্গে যোগ দেয় আনসার ও রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।

শিক্ষার্থীদের এই বিষয়টি মুগ্ধ করেছে দেশের সাধারণ জনগণ ও তারকাদের। রাস্তায় দায়িত্বরত শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড নিয়ে ইতোমধ্যেই গণমাধ্যমে সংবাদ প্রকাশও হয়েছে। তাদের প্রশংসায় অনেকেই লিখেছে নিজের মতামত।

তেমনই অভিনেত্রী তানজিকা আমিন। ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই অভিনেত্রী লেখেন, দিনের বেলায় রাস্তায় বের হলেই মন ভালো হয়ে যাচ্ছে।

তার এই স্ট্যাটাস নজর কেড়েছে অনেকেরই। তাই মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা করেছেন শিক্ষার্থীদের এমন দায়িত্বশীল আচরণের।

অভিনেত্রী ও মডেল তানজিকা আমিন রুপালি পর্দা দিয়ে দেশের বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘বকুল ফুলের মালা’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন নায়ক রিয়াজ। এরপর সেভাবে আর বড় পর্দায় দেখা না গেলেও ব্যস্ত আছেন ছোট পর্দার কাজ নিয়ে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।