ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

একতা ও তার মায়ের নামে মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
একতা ও তার মায়ের নামে মামলা

জনপ্রিয় বলিউড ও ভারতীয় টিভি প্রযোজক একতা কাপুর ও তার মা শোভা কাপুরের নামে মামলা দায়ের হয়েছে। ‘গান্ধি বাত’ ওয়েব সিরিজে কিশোরীদের ‘অশ্লীল’ দৃশ্য দেখানোর অভিযোগে এ মামলা রেজিস্ট্রি হয়েছে।

মুম্বাই পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বালাজি টেলিফিল্ম লিমিটেড, একতা কাপুর এবং তার মা শোভা কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারা, তথ্যপ্রযুক্তি আইন এবং পকসো আইনের ১৩ ও ১৫ ধারায় এম. এইচ. বি. কলোনি থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত অল্ট বালাজিতে মুক্তি পায় ‘গান্ধি বাত’ ওয়েব সিরিজ। এই সিরিজে কিশোরীদের নিয়ে অশ্লীল দৃশ্য দেখানো হয়েছিল। তবে বিতর্কিত এপিসোডটি আপাতত এই অ্যাপে নেই।

জিতেন্দ্র কন্যা একতা কাপুর এবং স্ত্রী শোভা কাপুর ‘অল্ট বালাজি’ নামের এই ওটিটি প্ল্যাটফর্মের কর্ণধার। ‘গান্ধি বাত’ শিরোনামের ওই সিরিজে কিশোরীদের যৌনকর্মে ও মাদক সেবনে লিপ্ত অবস্থায় দেখানো হয়েছে। চরিত্রগুলো যারা রূপায়ন করেছেন, তারা কেউই প্রাপ্তবয়স্ক নয় বলেও অভিযোগ রয়েছে।

ভারতীয় টেলিভিশন সম্রাজ্ঞীখ্যাত একতা ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘পবিত্র রিশতা’, ‘কসৌটি জিন্দেগি কে’সহ অসংখ্য টিভি সিরিয়াল প্রযোজনা করেছেন।

এছাড়া তার নির্মিত সিনেমার তালিকায় রয়েছে ‘শুটআউট অ্যাট লোখানওয়ালা’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘রাগিনি এমএসএস’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।