ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

ছাতায় মুখ ঢেকে ক্যামেরা এড়ালেন শাহরুখ-আরিয়ান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ছাতায় মুখ ঢেকে ক্যামেরা এড়ালেন শাহরুখ-আরিয়ান!

কিচ্ছুতেই যেন মুখ দেখাবেন না বলিউড বাদশা শাহরুখ খান। এমনকী, তার ছেলে আরিয়ান খানও নয়! পাপারাজ্জির ক্যামেরা দেখলেই মুখের সামনে ছাতা খুলে দেন শাহরুখ! হঠাৎ এমন কেন করছেন কিং খান?

সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যেখানে দেখা যায়, আরিয়ানকে সঙ্গে নিয়ে একটি স্টুডিও থেকে বেরিয়ে আসছেন শাহরুখ। আর ছবি শিকারিদের দেখেই ছাতায় মুখ ঢাকলেন শাহরুখ। এমনকী, ক্য়ামেরা এড়ালেন আরিয়ান।

জানা গেছে, ‘মুফাসা’ সিনেমার ডাবিংয়ের জন্য বাবা-ছেলে মিলে হাজির হয়েছিলেন ওই স্টুডিওতে। আর সেখানেই ঘটালেন এমন কাণ্ড।

আসলে নতুন সিনেমা ‘কিং’র জন্য চুল কেটে নতুন লুক নিয়েছেন শাহরুখ। সেই লুক সবার থেকে আড়ালে রাখতে চান বলিউড বাদশা। আর সেই কারণেই পাপারাজ্জি দেখলেই লুকিয়ে যাচ্ছেন শাহরুখ।

শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের ক্যারিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তার পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্রের খবর, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন বলিউড বাদশা।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা যায়, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

ঘনিষ্ঠ সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’র চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।